এবার কাজের কথায় আসি। প্রথমে Kingroot অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর ইনস্টল করে ওপেন করুন।চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাবেন। সেখানে বড় গোল অপশনে টাচ করবেন।
সাথে সাথেই অ্যানালাইজিং শুরু হবে এবং ৩০ সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি রুট হয়ে যাবে এবং চিত্রের ন্যায় দেখাবে।
প্রয়োজনে Root Checker Pro.apk দিয়েও চেক করে দেখতে পারেন।
বিঃদ্রঃ আমি আমার Symphony W68 এই পদ্ধতিতে রুট করেছি কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তবে সেই জন্য আমি দায়ী নই ধন্যবাদ।
Find Me on FB


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন